খেলার খবর

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের কোয়ার্টারে যে আট দল

ডেস্ক রিপোর্ট: ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল-২০২৪’ বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলায় চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইন আপ। জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দৈনিক কালবেলা, দৈনিক যুগান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, চ্যানেল আই, যমুনা টেলিভিশন, ৭১ টেলিভিশন, বৈশাখী টেলিভিশন ও ঢাকা ট্রিবিউন।

বিগত বছর গুলোর ন্যায় এবারও স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ‘কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল’ আয়োজিত হচ্ছে। যেখানে ৩২টি দল অংশগ্রহণ করছে। বাংলাশে ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে বৃহস্পতিবার আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এদিন রাউন্ড অব সিক্সটিনের খেলায় ঢাকা ট্রিবিউন ২-১ গোলে হারিয়েছে দীপ্ত টেলিভিশনকে। ঢাকা ট্রিবিউনের অধিনায়ক ফজলে রাব্বী মুন ২ গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ২-১ গোলে ডেইলি স্টারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। হাসান জামিল সৈকত ও সাহাদাত ১টি করে গোল করেন। ম্যাচ সেরা হন হাসান জামিল সৈকত। 

চ্যানেল আই ৩-০ গোলে জয় পায় এটিএন নিউজের বিপক্ষে। বিজয়ী দলের মিলন মল্লিক ২ গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হন। ১ গোল করেছেন আবু তাহের। ৭১ টেলিভিশন জামানের ২ গোলে দৈনিক সমকালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জামান। 

দৈনিক কালবেলা রুহুল আমিনের একমাত্র গোলে জয় পায় বাংলানিউজ ২৪’র বিপক্ষে। ম্যাচ সেরা নির্বাচিত হন রুহুল আমিন। দৈনিক যুগান্তর ১-০ গোলে জয় লাভ করে আরটিভির বিপক্ষে। বিজয়ী দলের অধিনায়ক সাদ্দাম হোসেন জয়সূচক একমাত্র গোলটি করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। 

যমুনা টেলিভিশন ১-০ গোলে বাংলাদেশ টেলিভিশনকে হারায়। বৈশাখী টেলিভিশন ৩-০ গোলে জয় পেয়েছে এখন টেলিভিশনের বিপক্ষে। আলমগীর ২ ও মশিউর ১ গোলকরেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আলমগীর।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *