জাতীয়

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত

রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে বসিলার ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে চারজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *