Uncategorizedঅর্থনীতিআক্কেলপুরআন্তজার্তিককালাইক্ষেতলালখেলাধুলাজয়পুরহাট জেলাজয়পুরহাট সদরজাতীয়পাঁচবিবিপাশের জেলাবিনোদনমন্তব্যরাজনীতি

জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আজ ১৮ মার্চ/২৫ ইং ১৭ রমজান আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও শহর জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন,১৭ রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। বদর যুদ্ধ ছিল হক ও বাতিলের মধ্যে। বদর যুদ্ধের মাধ্যমে মুসলমানরা একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এ যুদ্ধের অন্যতম শিক্ষা হলো হক কখনো বাতিলের সাথে একত্রিত হতে পারে না। প্রতিবছর ১৭ রমজান মুসলিম উম্মাহকে গৌরবময় বিজয়ের ইতিহাস স্মরণ করিয়ে দেয়। তাই বদর যুদ্ধের সুমহান শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রতিফলিত করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হানাইল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল মাওলানা রেজাউল কাদির সহ স্থানীয় নেতুবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *