সারাদেশ

রমজানে সিএনজি ফিলিং স্টেশনের নতুন সূচি

ডেস্ক রিপোর্ট: রমজানে সিএনজি ফিলিং স্টেশনের নতুন সূচি

সিএনজি ফিলিং স্টেশন

সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সময় পুনঃনির্ধারণ করা হয়েছে। রমজান উপলক্ষে দেওয়া নতুন সূচিতে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত করা হয়েছে। আগে থেকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ৫ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ কার্যকর ছিল।

নতুন সূচি প্রথম রমজান মঙ্গলবার (১২ মার্চ) থেকে ৬ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিস্তারিত আসছে…

লিড ব্যাংক হিসেবে ভোলায় স্কুল ব্যাংকিং সম্মেলন এবি ব্যাংকের

ছবি: সংগৃহীত

এবি ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে গত শনিবার (৯মার্চ) ভোলায় স্কুল ব্যাংকিং কনফারেন্সের আয়োজন করে। কনফারেন্সে জেলার ২৪টি স্কুলের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই কনফারেন্সের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের সঞ্চয় সম্পর্কে অবগত করা এবং তাদের সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা। শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে স্কুল ব্যাংকিং একটি চমৎকার ধারণা।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইকবাল মহসীন, পরিচালক, ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক এবং সভাপতিত্ব করেন শওকত আজিজ, এসইভিপি এন্ড চীফ বিজনেস অফিসার, এবি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংক এবং এবি ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

;

বিল কালেকশন অ্যাওয়ার্ডে- প্রথম স্থান পেল ইসলামী ব্যাংক

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ২০২২-২৩ অর্থ বছরে ব্যাংকিং খাতে ব্যাংকিং অ্যাপ ‘সেলফিন’ ব্যবহারের মাধ্যমে ঢাকা ওয়াসার সর্বোচ্চ বিল সংগ্রহে প্রথম পুরস্কার অর্জন করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডিএন্ডসি) মন্ত্রী মো. তাজুল ইসলাম রোববার (১০ মার্চ) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা আয়োজিত ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড ’ প্রদান অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার নিকট ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন।

ঢাকা ওয়াসার ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে এতে এলজিআরডিএন্ডসি মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ ইবরাহিম, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার ও ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রফেসর ড. সুজিত কুমার বালা। এ সময় এলজিআরডিএন্ডসি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

;

বাংলাদেশ ব্যাংকের সাথে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি’র চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংকের সাথে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি’র চুক্তি স্বাক্ষর

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের মধ্যে দুইটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ক্ষুদ্র শিল্পের কাঙ্ক্ষিত বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে নারী উদ্যোক্তা এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে ক্রেডিট গ্যারান্টি সুবিধা প্রদানের জন্য এ চুক্তি স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তিদ্বয়ের অধীনে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি সুবিধা গ্রহণ করে গ্লোবাল ইসলামী ব্যাংক নারী উদ্যোক্তা এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জামানতবিহীন বিনিয়োগ করতে সক্ষম হবে।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন -এর উপস্থিতিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে ক্রেডিট গ্যারান্টি ডিপার্টমেন্টের পরিচালক নাহিদ রহমান চুক্তিদ্বয় স্বাক্ষর করেন। এছাড়াও গ্লোবাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বিনিয়োগ বিভাগের প্রধান এস এম মিজানুর রহমান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

;

রমজান উপলক্ষে ‘সেভেনআপ-এর সাথে ইফতার মিটআপস’ক্যাম্পেইন শুরু

রমজান উপলক্ষে ‘সেভেনআপ-এর সাথে ইফতার মিটআপস’ক্যাম্পেইন শুরু

নতুন রিফ্রেশিং ক্যাম্পেইনে, রমজানে প্রিয়জনদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে

আসন্ন রমজান মাস উপলক্ষ্যে পরিবারের সবাইকে নিয়ে ইফতার করা এবং আপন মুহূর্তগুলোকে সাজিয়ে তুলতে সেভেন-আপ নিয়ে এসেছে নতুন রমজান ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইন উপলক্ষ্যে একটি টিভি বিজ্ঞাপন প্রকাশ করেছে সেভেন-আপ। বিজ্ঞাপনে রমজানের শুদ্ধতা ও সবাইকে আপন করে নেওয়ার কিছু মুহূর্ত দেখানো হয়েছে। ইফতারের প্রস্তুতি থেকে শুরু করে পরিবার-পরিজন কীভাবে কাছে আসে সেই সুন্দর গল্প বলা হয়েছে। ইফতারে বিরিয়ানি বা শিক কাবাব যেটাই থাকুক, সব আইটেমের স্বাদই বেড়ে যায় রিফ্রেশিং সেভেন-আপের সাথে। দর্শকরা আরও দেখতে পাবেন, মা-খালাদের ইফতারের আগে কিছুটা বিশ্রাম দিতে ভাই-বোনেরা মিলে হঠাৎ করেই রান্নাঘরের সব দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। এই বিজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে সেভেন-আপ শুধু ইফতার মুহুর্তকে রিফ্রেশিংই করছে না, মুহুর্তগুলোকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলছে।

রমজান ক্যাম্পেইন নিয়ে পেপসিকো বাংলাদেশ রিজন-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর অনুজ গোয়েল বলেন, “সবাই যখন পবিত্র রমজানকে স্বাগত জানাচ্ছে, তখন টিভি বিজ্ঞাপনটির মাধ্যমে আমরা সবাইকে আপন করে রমজানের খুশি ভাগাভাগি করে নেয়ার গল্প বলছি। শুধু পাশাপাশি বসে ইফতার করাই নয়, ইফতারের প্রস্তুতির সাথে থাকার- অর্থাৎ রমজান যে সবাইকে আরও কাছে আনে এই গল্পটি টিভি বিজ্ঞাপনটিতে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি আশা করছি, আমাদের দর্শকরা এই বিজ্ঞাপনটি উপভোগ করবেন আর ইফতার আয়োজনে পছন্দের বেভারেজ হিসেবে বেছে নিবেন সেভেন-আপ।”

নতুন বিজ্ঞাপনটি ৩৬০-ডিগ্রি প্রচারণার মাধ্যমে টিভি, ডিজিটাল, আউটডোর, বিলবোর্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে। সেভেন-আপ সিঙ্গেল ও মাল্টি সার্ভ প্যাক পাওয়া যাচ্ছে দেশের সকল সুপারস্টোর ও রিটেইল আউটলেটসহ টপ ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *