খেলার খবর

শাহিন ও বাবর ভালো বন্ধু: আজহার মাহমুদ

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে পরপর টানা দুটি ম্যাচ হেরে গেছে পাকিস্তান। এতে শঙ্কায় পড়ে গেছে দলটির সুপার এইটে খেলা। স্বাভাবিকভাবেই দল ও অধিনায়ককে শুনতে হচ্ছে কঠিন সমালোচনা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ড্রেসিং রুমের পরিবেশ নিয়েও উঠেছে প্রশ্ন। দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম তো জানিয়েই দিয়েছেন যে, দলের ক্রিকেটাররা নাকি একে অপরের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছেন।

তিনি অবশ্য ওই ক্রিকেটারদের নাম না জানালেও অনেকের ধারণা বাবর আজম ও শাহিন আফ্রিদিকে নিয়েই এই মন্তব্য করেছেন তিনি। যা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। তবে বিষয়টি যে সত্য নয় বলে নিশ্চিত করেছেন দলটির সহকারী কোচ আজহার মাহমুদ। শাহিন ও বাবর এখনও ভালো বন্ধু, এমনটাই জানিয়েছেন তিনি।

শাহিন আফ্রিদি ও বাবর আজমকে নিয়ে এমন অভিযোগ উঠার পেছনে কারণ হিসেবে দাঁড় করানো হচ্ছে বিশ্বকাপের আগে শাহিনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে বসানোই। নেতৃত্ব দেওয়ার পর এক সিরিজ শেষেই ফের নেতৃত্ব কেড়ে নেওয়ার বিষয়টিকে নাকি তখন ভালোভাবে নিতে পারেননি শাহিন, যা নিয়ে বাবরের প্রতি চাপা ক্ষোভ ছিল তার। যা দেশটির একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়।

এরপর সেটা আরও খোলাসা হয় সবশেষ ভারতের বিপক্ষে হারের পর ওয়াসিম আকরাম প্রকাশ্যে এ নিয়ে কথা বললে। তিনি বলেন, ‘খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে কথা বলে না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, আর আপনি দেশের হয়ে খেলছেন। এ ধরনের খেলোয়াড়দের দেশে বসিয়ে রাখুন।’

যা নিয়েই তৈরি হচ্ছিল বিতর্ক। অবশেষে সেই বিতর্কের ইতি টানলেন আজহার। ওয়াসিম আকরামের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি জানান, ‘ওয়াসিম বিষয়টি বলেছে, কিন্তু আমি বিষয়টি জানি না। আমি তা দেখিনি। শাহিন ও বাবর অবশ্যই একে অন্যের সঙ্গে কথা বলেন। তারা ভালো বন্ধু। তারা দু’জনেই পাকিস্তান ক্রিকেট দলের অংশ।’

সবশেষ দুই ম্যাচেই পাকিস্তান দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। যার দায়টা নিজেদের কাঁধে নিয়েছেন আজহার মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের সবারই দায় আছে। টিম ম্যানেজমেন্ট হিসেবে আমরা দায় নিচ্ছি। আমরা কারোও একার জন্য হারিনি। আমরা কাউকে লুকিয়েও রাখছি না। সবাই এখানে আছেন। হ্যাঁ এটা ঠিক যে আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *