আন্তর্জাতিক

হানিয়া রক্তের বদলা নেবেই ইরান: নাঘদি

ডেস্ক রিপোর্ট: ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি)-এর দ্য ডেপুটি কো-অর্ডিনেটর রেজা নাঘদি বলেছেন, ইরান অবশ্যই ইসমাইল হানিয়ার রক্তের বদলা নেবে।

তিনি বলেন, যদিও বার বার প্রতিশোধ নেওয়ার কথা বলা হয়েছে। তারপরেও বলছি, হানিয়ার রক্তের বদলার নেওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই।

শনিবার (৭ সেপ্টেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ রেজা নাঘদির বরাত দিয়ে এ খবর জানায়।

খবরে বলা হয়, আইআরজিসি-এর ডেপুটি কো-অর্ডিনেটর রেজা নাঘদি শনিবার বলেছেন, যথাসময়ে ইরান হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার বদলা নেবে।

নাঘদি বলেন, ইরানের মানুষ প্রতিশোধের ভালো খবরটি পাবে।

প্রসঙ্গত, চলতি বছরের ৩১ মে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে এসে তেহরানে এক গুপ্ত হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া।

এ হত্যাকাণ্ডের জন্য ইরান ইসরায়েলকে দায়ী করলে ইসরাইয়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েলের এক কর্মকর্তা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ নীতির কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হলে তা সবাইকে জানানো হবে।

এদিকে, আইআরজিসি-এর এক বিবৃতিতে জানানো হয়, জিয়োনিস্ট স্বৈরশাসকের পরিকল্পনা এবং ক্রিমিনাল আমেরিকার সহায়তায় ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে।

ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক নেতার দায়িত্ব পালন করতেন। স্বেচ্ছানির্বাসনে তিনি কাতারে অবস্থান করছিলেন।

ইসমাইল হানিয়া হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের বিরতির মধ্যস্থতাকারীর একজন হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *