খেলার খবর

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড দলে চমক সিয়ার্স

ডেস্ক রিপোর্ট: ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। ১৭ ডিসেম্বর ডানেডিনে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। যা সামনে রেখে টম ল্যাথামের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। যেখানে চমক পেসার বেন সিয়ার্স। এখনও ওয়ানডে অভিষেক হয়নি ২৫ বছর বয়সী এই পেসারের।

দলে জায়গা হলেও হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন কাইল জেমিসন। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার বিকল্প হিসেবেই দলে সুযোগ দেওয়া হয়েছে সিয়ার্সকে।

গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়েছিল তার। যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। নিউজিল্যান্ডের প্রথম শ্রেনির ক্রিকেটে ২৯ ম্যাচে ৩৩.৭৭ গড়ে ৩৬টি উইকেট নিয়েছেন এই ২৫ বছর বয়সী পেসার।

জেমিসনের চোট নিয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড বলেন, ‘আমরা কাইলকে নিয়ে সতর্ক অবস্থান আছি। তাকে তাড়াহুড়ো করতে চাই না। খুব প্রয়োজন হলে সে খেলবে নয়তো আমরা কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে চাই না। তাই প্রথম ম্যাচের জন্য বেনকে ডাকা হয়েছে। বেন দলের পরিবেশের সাথে পরিচিত।’

আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনে হবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি। এরপর সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২০ ডিসেম্বর নেলসনে। সিরিজের শেষ ম্যাচটি হবে ২৩ ডিসেম্বর নেপিয়ারে।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচ), উইল ইয়াং, বেন সিয়ার্স।

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ ডট কম-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *