সারাদেশ

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনা, কলেজ ছাত্রসহ দুই জন নিহত

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনা, কলেজ ছাত্রসহ দুই জন নিহত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় ও গফরগাঁওয়ে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা যাত্রী ও এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর তিনটার দিকে ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ড্রাইভারপাড়া এলাকায় এবং শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত কলেজ ছাত্রের মৃত্যু হয়।

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ীর ড্রাইভারপাড়া এলাকায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি উল্টে লাল মিয়া (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।

নিহত লাল মিয়া শেরপুরের নকলা থানার হুজুরীকান্দা এলাকার আমজত আলীর ছেলে।

ভালুকার ভরাডোবা হাউওয়ে থানার ইনচার্জ ওসি আতাউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ময়মনসিংহ গামী সিএনজি অটোরিকশাটি অপর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এসময় পিছনে থাকা যাত্রী শেরপুরের আমজাদ মিয়া ছিটকে পরে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন আহত হলে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ভালুকার ভরাডোবা হাউওয়ে থানার ওসি আতাউর রহমান ইনচার্জ এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ইয়াসিন আরাফাত (২০) নামে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া মুকুন্দ গ্রামের মো. শাহাবুদ্দিন ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইয়াছিন আরাফাত মোটরসাইকেল করে বৃহস্পতিবার রাতে ভালুকা-গফরগাঁও-কিশোরগঞ্জ মহাসড়কে যাওয়ার সময় একটি ড্রাম ট্রাকের সাথে সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামে স্বপ্নপুরী রেস্টুরেন্টের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে পরিস্থিতির অবনতি হলে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে আমি শোকাভিভূত। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নীলফামারীর পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

ছবি: বার্তা২৪.কম

নীলফামারীর সদরে ওসমান গনি রিপন (১৬) ও কিশোরগঞ্জে উপজেলার জয়নাল (৩৫) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জানুয়ারি) দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিপন সদরের রামনগর ডাঙ্গা পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও জয়নাল নীলফামারীর কিশোরগঞ্জের ইসমাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত জয়নাল মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে ঔষধ মনে করে জমিতে দেওয়া কীটনাশক পান করে যন্ত্রণায় চিৎকার করে।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

অপরদিকে নিহত রিপন খালুর বাসা থেকে বাইসাইকেলে আসার সময় ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। 

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বার্তা২৪.কমকে বলেন, বিষয়টি শুনেছি চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর বিষয়টি আমি জানিনা।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে। 

;

বেনাপোল সীমান্তে পলাতক ৯ আসামি গ্রেফতার

ছবি: বার্তা২৪.কম

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন- বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের আতিয়ার সর্দারের ছেলে আবু সাঈদ, দক্ষিণ বারপোতা গ্রামের আব্দুল্লাহ সর্দারের ছেলে আরিফ হোসেন, শিকড়ী গ্রামের আব্দুল হাকিমের ছেলে কবির হোসেন, নামাজ গ্রামের মৃত ইলিয়াস কাঞ্চনের ছেলে বাবু আব্বাস আলী, ঘিবা গ্রামের সুরত আলীর ছেলে খাচইরুল ইসলাম, ভবারবেড় গ্রামের সিরাজ মীরের ছেলে সালাম, সাদিপুর গ্রামের জাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে বছির ও ভবারবেড় গ্রামের মৃত আবু তাহের শেখের ছেলে টুটুল শেখ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, তাদের কাছে খবর আসে বিভিন্ন মামলার পলাতক আসামিরা গোঁপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়।

;

নতুন চ্যালেঞ্জ নিয়ে রোববার মন্ত্রণালয়ে বসবেন ডা. দীপু মনি

ছবি: বার্তা২৪.কম

নতুন চ্যালেঞ্জ নিয়ে আগামী রোববার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ে বসবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধু যে কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন এবং বঙ্গবন্ধুকন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন সমাজকল্যাণটা হচ্ছে সেই মন্ত্রণালয়। দেশে দারিদ্রের হার শূন্যের কোটায় আনার জন্যই সর্বোচ্চ চেষ্টা করবো এবং বঙ্গবন্ধুকন্যা যেই স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

মন্ত্রী আরও বলেন, নতুন মন্ত্রণালয়ে বসবো রোববার। তারপর বুঝবো আমার জন্য নতুন কী কী চ্যালেঞ্জ আছে। তবে এটা খুব বড় সেক্টর। কাজেই অতীতের ধারাবাহিকতা বজায় রেখে নতুন নতুন পদক্ষেপসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আমি কাজ করবো।

এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জ্বল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

;

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, গুজব ও অসত্য প্রচারণার মূলোৎপাটন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে রাজধানীতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আগামী দিনে কি চ্যালেঞ্জ থাকছে এমন প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীতে দু’ধরণের চ্যালেঞ্জ। বৈদেশিক যে ষড়যন্ত্রগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু লোকজনের সাথে যুক্ত হয়ে করা হয় এবং দেশের বিরুদ্ধে যে ডিজ-ইনফরমেশন ক্যাম্পিং হচ্ছে সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে।’

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে উল্লেখ করে আরাফাত বলেন, ‘ডিজ-ইনফরমেশন বা অসত্য প্রচারণায় সৃষ্ট ‘গ্যাপ’ এবং গুজবের ক্যাম্পিংয়ের উৎস একটা একটা করে খুঁজে বের করে সবাই একসঙ্গে এগুলো সমূলে উৎপাটন করবো এবং বিশ্বের সামনে আমরা সত্য কথাগুলো নিয়ে আসবো।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *