বিনোদন

গাজীপুরে আগুন দেওয়া কারখানাটি আমার নয়: অনন্ত জলিল

ডেস্ক রিপোর্টঃ গাজীপুরের কোনাবাড়ীতে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে একটি পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা আগুন লাগিয়ে দেয়। কারখানাটি ব্যবসায়ী এবং ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক ও জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের নয় বলে জানান তিনি। 

ঐদিন রাত ৯টায় সংবাদমাধ্যমকে নায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন সন্ধ্যায় দেশের কয়েকটি সংবাদমাধ্যম ‘গাজীপুরে অনন্ত জলিলের পোশাক কারখানায় আগুন’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। বিষয়টি দৃষ্টি এড়ায়নি ‘দিন : দ্য ডে’ সিনেমার নায়কেরও। কারখানাটি তার না হওয়ায় বিষয়টি নিয়ে বার্তা দেন তিনি। 

এছাড়া এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান জলিল। ঐদিন রাত ৯টা ১০ মিনিটে ভেরিফায়েড পেজেই স্ট্যাটাস দেন তিনি। 

তিনি লেখেন, ‘গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় অনন্ত জলিলের কারখানায় আগুন―এ শিরোনামের নিউজটি সম্পূর্ণ মিথ্যা।’

গাজীপুরের কোনাবাড়ীতে এ নায়কের কোনো কারখানা নেই জানিয়ে তিনি লেখেন, ‘গাজীপুরের কোনাবাড়ীতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অব কোম্পানি। একটি এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।’

এরপরই এ নায়ক সংবাদমাধ্যমের উদ্দেশে লেখেন, ‘যাচায়-বাছাই করে সংবাদ ছাপালে মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও ভালোবাসা পাওয়া যায়। এটা আমার বিনোদন জগতের সংবাদ না যে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা রপ্তানিমূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ, এ জে আই ও এ বি গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে।’

এছাড়াও তিনি লেখেন, ‘বিদেশের ক্রেতাদের কাছে আমার ও আমার কোম্পানির ভাবমূর্তি নষ্ট করার মতো সংবাদ না ছাপানোর জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আপনারা এ ধরনের মিথ্যা নিউজ থেকে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে।’

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪ এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *