সারাদেশ

সংসদের ১২ স্থায়ী কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট: সংসদের ১২ স্থায়ী কমিটি গঠন

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে কার্য-উপদেষ্টা কমিটি গঠনের তথ্য জানানো হয়।

রোববার (৪ই ফেব্রুয়ারি) দ্বাদশ সংসদ অধিবেশনে কমিটিগুলো গঠিত হয়।

সংসদ নেতা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন চীফ হুইপ নূর ই আলম চৌধুরী। পরে কণ্ঠ ভোটে প্রস্তাব পাস হয়। এরমধ্যে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। পাশাপাশি, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম আজাদ।

অনুমতি হিসেব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে এ বি তাজুল ইসলামকে। এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন মো. সাদিক। মহিবুর রহমান মানিককে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি এবং গোলাম দস্তগীর গাজীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।

এছাড়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সাজ্জাদুল হাসান এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু। পাশাপাশি, শফিকুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, শাহজাহান খানকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং নূর ই আলম চৌধুরীকে সংসদ কমিটির সভাপতি করা হয়েছে।

মিয়ানমারের গুলিবিদ্ধ ২ সীমান্তরক্ষীকে কক্সবাজার হাসপাতালে ভর্তি

ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের জান্তা সীমান্তরক্ষীদের মধ্যে ২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অ্যামুলেন্সে করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের নাম জা নি মং ও নিম লাইন কিং। 

আরও বেশ কয়েকজনকে কুতুপালং’র এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের তুমুল লড়াইয়ের মধ্যে প্রাণ বাঁচাতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) আরও ৬ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে ৫৬ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।

;

ফেনীতে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

ছবি: বার্তা২৪.কম

ফেনীতে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাহাব উদ্দিন (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনায় শিকার পিকআপের চালক ছিলেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফাজিলপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর মোহন এলাকার বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর অংশের সংস্কার ও মেরামতের কাজ চলার কারণে ঢাকামুখী রুটে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এ কারণে চট্টগ্রামমুখী রুটে দু’দিক থেকে যানবাহন চলাচল করছিল।

পুলিশ জানায়, ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ও চট্টগ্রামমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক সাহাব উদ্দিন মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে তাকে ফেনী জেনারেল হাসপাতালের নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

;

বরিশালে মাংসের দোকানে কুকুর জবাইয়ের অভিযোগ

ছবি: সংগৃহীত

বরিশালে মাংস বিক্রির দোকানে কুকুর জবাই করার অভিযোগ উঠেছে। নগরীর বটতলা বাজারে একটি মাংস বিক্রির দোকানে এ ঘটনা ঘটেছে।

তবে জবাইকৃত কুকুর মাংস হিসেবে বিক্রির আগেই স্থানীয়দের হাতে ধরা পড়ায় ভয়ে পালিয়েছেন রায়হান মোল্লা নামের অভিযুক্ত যুবক। তিনি বটতলা এলাকার বাসিন্দা। সে বাজারের মাংস বিক্রেতাদের কর্মচারী হিসেবে কাজ করতেন।

বটতলার আলমগীর হোসেন জানিয়েছেন, রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে বটতলা বাজারের মাংস বিক্রির দোকানের পেছনে নিয়ে মাংস কাটার রামদা দিয়ে কুকুরটিকে জবাইয়ের চেষ্টা চালায় রায়হান। একপর্যায়ে কুকুরটি তার হাত থেকে রক্ষা পেতে দৌড়ে পালিয়ে যায়। এ সময় কুকুরটির গলা থেকে রক্ত ঝরতে থাকে। বটতলা এলাকার অলিগলি দৌড়ে হালিমা খাতুন স্কুল সংলগ্ন এলাকার গলিতে গিয়ে কুকুরটি পড়ে যায়।

এসময় অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্যরা এসে কুকুরটিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু কুকুরটিকে বাঁচাতে পারেননি তারা।

বরিশাল বটতলা পুলিশ ফাঁড়ির এএসআই সাবু বিন ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রায়হানের বাসায় অভিযান চালানো হয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। কোতোয়ালী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

;

রাজবাড়ীতে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

রাজবাড়ীতে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার

রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে মো: জনি আশিকুল (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী সদরের খানখানাপুরের গোলাম মওলার রিকশা গ্যারেজের সামনে থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত জনি আশিকুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সিংনগর গ্রামের মো: আব্দুল আলিমের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান খান।

তিনি জানান, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে উপপরিদর্শক দেওয়ান শামীম খান তার সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে জনি আশিকুলকে ৯০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এ সময় তার ব্যবহৃত পুরাতন একটি মুঠোফোন এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পুরাতন একটি নাম্বার প্লেট বিহীন HORNET 160 CC মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

এঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। সিডিএমএস যাচাই করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২টি মামলা সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলেও জানান ওসি।

;

সংবাদটি প্রথম প্রকাশিত হয় বার্তা ২৪-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *