জয়পুরহাট জেলাপাঁচবিবি
বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে জয়যুক্ত করতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যেও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে নওদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান মহুড়ীর সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভাটি হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। এসময় পাঁচবিবি থানা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, সা: সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম মেম্বার, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাবেক ভিপি ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম পিন্টু, থানা কৃষক দলের আহ্বায়ক রাহিদ হোসেন, থানা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল হোসেন আপেল ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি সহ অনেকেই বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জনাবুর রহমান জনি ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি সাবেক পল্লী বিদ্যুৎ পরিচালক মোঃ রেজাউল করিম মাস্টার।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।