জাতীয়

‘এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই’

শিশু ফাইয়াজের মামলা প্রত্যাহার প্রসঙ্গে আইন উপদেষ্টা

তিনি বলেন, এই মামলা তদন্ত কার্যক্রমের মধ্যে রয়েছে। যে মামলা তদন্তের মধ্যে থাকে সেই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়ার অধিকার শুধু পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে।

শিশু ফাইয়াজের মামলা সম্পূর্ণভাবে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই। এমনটি জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ রোববার (২০ এপ্রিল) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফাইয়াজের মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই মামলা তদন্ত কার্যক্রমের মধ্যে রয়েছে। যে মামলা তদন্তের মধ্যে থাকে সেই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়ার অধিকার শুধু পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে। যদি একটা মামলায় চার্জশিট হয়ে যায় শুধুমাত্র তখন আইন মন্ত্রণালয়ের মামলা করার সুযোগ বা এখতিয়ার থাকে। জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যেসব মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও বানোয়াট মামলা করেছিল, আমি আমার দায়িত্ব নেয়ার পরপরই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে অনুরোধ করেছিলাম যেন, মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হয়।‘

প্রায় সব মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা। তিনি আরো বলেন, ‘হত্যা মামলা সম্পর্কিত অল্প কয়েকটি মামলা এখনো বাকি আছে। এরকম একটি মামলা ফাইয়াজের মামলা। আমি খবর নিলাম, দুইজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা যদি এই জবানবন্দি প্রত্যাহার না করে তবে এই মামলার নিষ্পত্তি বা চূড়ান্ত প্রতিবেদন দেয়া অত্যন্ত দুষ্কর। এটা সম্পূর্ণভাবে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নেই।‘

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *