জয়পুরহাট জেলাজয়পুরহাট সদরপাশের জেলা

জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

মো. সালেহুর রহমান সজীব, জয়পুরহাট: জয়পুরহাটে সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সদস্যরা। রোববার দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, শনিবার রাত ১০টার পর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর পাগলাদেওয়ান বিওপির টহল কমান্ডার হাবিলদার রবিউল ইসলাম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২/৭-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুপনারায়নপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫৫ পিস ব্যুপ্রিনরফিন ইনজেকশন মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ৯৮ হাজার ২৫০ টাকা মাত্র।

উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায় অপরাধীরা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু বা মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *