জাতীয়

যারা ফ্যাসিস্টকে ফেরাতে চান তাদের তালিকা শিবিরের কাছে রয়েছে: জাহিদুল ইসলাম

ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে সরকারের পরিণতি আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তিনি বলেন, “হাসিনার যেই পরিণতি এই প্রজন্ম করেছে, আপনারা যদি ফ্যাসিবাদকে পুনরায় পুনর্বাসনের চেষ্টা করেন, তাহলে আপনাদের পরিণতি হবে তার চেয়েও ভয়াবহ।”

জাহিদুল ইসলাম দাবি করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলনের সময় ‘গণহত্যা’ চালানো হয়েছিল এবং আজও তার সুষ্ঠু বিচার হয়নি। তিনি বলেন, “আমরা একটি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নয় মাস পার হয়ে গেছে—তবুও শহীদ পরিবারগুলোর কান্না থামেনি, আহত ভাইয়েরা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন।”

তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় নিহত ও আহতদের পরিবার এখনো বিচার পাচ্ছে না বরং বিভিন্নভাবে হুমকি-ধামকির মুখে পড়ছে। “অনেক আসামী, যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিলো, তারা শহীদ পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে,” বলেন তিনি।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “আপনারা কোনো সাধারণ বা আইনি প্রক্রিয়ায় ক্ষমতায় আসেননি, তাই গণহত্যার বিচারে কোনো উচ্চ আদালত বা আইনি ফাঁকির আশ্রয় নিয়ে রাজনীতি করবেন না। আপনাদের নাম ও তথ্য আমাদের কাছে আছে।”

জাহিদুল ইসলাম দ্রুত, কার্যকর ও দৃশ্যমান বিচার প্রক্রিয়ার দাবি জানান এবং বলেন, “এই প্রজন্ম জানে কীভাবে অন্যায় মোকাবেলা করতে হয়। তাই সরকার ও প্রশাসনের যেসব ব্যক্তিরা গণহত্যার সাথে যুক্ত ছিলেন, তাদের প্রতি আমাদের এই বার্তা—সময় থাকতে সাবধান হোন।”

এই বক্তব্যে আবারও ফুটে উঠলো আন্দোলনে নিহতদের বিচার ও ফ্যাসিবাদ বিরোধী অবস্থানে ছাত্র শিবিরের সক্রিয় ভূমিকা এবং ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের পূর্বাভাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *